• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

লক্ষ্মীবারে রাজ - শুভশ্রীর কোল আলো করে এল লক্ষ্মী

ad

শীর্ষ টাইমস ডেস্ক: রাজ-শুভশ্রীর কোলজুড়ে এল কন্যাসন্তান। খবর রটতেই আনন্দে উৎফুল্ল হতে দেখা গিয়েছে ভক্তদের। শুধু তাই নয়, গোটা পরিবারে আজ খুশির হাওয়া। এই দিনটার অপেক্ষায় অনেকদিন ধরেই ছিলেন সকলে। লক্ষ্মীবারেই ঘরে লক্ষ্মীর আবির্ভাব। সকলেই এখন শুধু ছবি প্রকাশ্যে আসার অপেক্ষায়। তবে তার আগে ছোট্ট কন্যার নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। জানেন কি শুভশ্রী কন্যার নাম কী রাখা হয়েছে? নামের অর্থই বা কী?


বৃহস্পতিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন শুভশ্রী। তাঁর সাজ থেকে শুরু করে বন্ধুবান্ধবদের শুভেচ্ছা, আদুরে মন্তব্য দেখেই বোঝা গিয়েছিল আজই সেই শুভদিন। সন্তান আসার অপেক্ষায় সকাল থেকেই ছিলেন সকলে। দুপুরে শহরের এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় শুভশ্রী কন্যার। তারপরেই বাবা রাজ চক্রবর্তীর ট্যুইট।রাজ লিখেছেন, ‘আমাদের পরিবারে এসেছে কন্যা সন্তান। তাকে পেয়ে আমরা আপ্লুত-আনন্দিত। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।’

এতদিনের প্রতীক্ষার অবসান। তবে কবে দেখা যাবে রাজকন্যাকে? সকলেই মুখিয়ে রয়েছেন দেখার জন্য।  সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি পোস্ট দেখা গেল শুভশ্রীরও। গোলাপি ব্যাকগ্রাউন্ডে একডজন ভালোবাসা। দ্বিতীয় সন্তানের মা হয়ে সকলের সঙ্গে আনন্দের সেই মুহূর্ত ভাগ করে নিলেন তিনি। শুভশ্রী লিখলেন, ‘কন্যা সন্তানের জন্ম দিয়ে আমি ধন্য। আমাদের পৃথিবীতে তোমায় স্বাগত ইয়ালিনি।’পুত্র ইউভানের পর কন্যারও নাম রাখলেন ‘ই’ দিয়েই। দুই ভাইবোনের নাম মিলিয়েই রাখলেন তারকা দম্পতি, ইউভান ও ইয়ালিনি। ' ইয়ালিনি ' একটি তামিল শব্দ যার অর্থ সুরেলা।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments