• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Entertainment

২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারে থাকবে, এক ঝাঁক নতুন মুখ আর সঙ্গে এক ঝাঁক নতুন চমকও!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: কলকাতার সিনেমা প্রেমীরা মুখিয়ে থাকে ডিসেম্বর মাসের জন্য। কারণ বছরের এই শেষ মাসেই তিলোত্তমায় আয়োজিত হয় ফিল্ম ফেস্টিভ্যাল। ৫ ডিসেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এটি চলবে ১২ ডিসেম্বর অবধি। টানা আটদিন ব্যাপী শুধু নন্দনই নয় মোট ২৩টি সিনেমা হলে প্রদর্শিত হতে চলেছে ৩৯টি দেশের ২১৯টি ছবি। নন্দন ১, ২, ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন ছাড়াও শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি সিনেমাহলে প্রদর্শিত হতে চলেছে বেশ কিছু ছবি। শুধু ডেলিগেটস কার্ড বা মিডিয়া কার্ড হোল্ডাররাই নয়, যে কেউ সেই সব সিনেমা হলে ছবি দেখতে পারেন, তাও নিখরচায়। তবে কিছু রয়েছে শর্ত।

এবছরই প্রথম বেঙ্গলি প্যানোরামা বিভাগে শুরু হয়েছে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ৭ লক্ষ টাকা। এবছর নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও ছবি প্রদর্শিত হবে রাধা স্টুডিয়ো, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১ ও ২, নবীনা, সাউথ সিটি আইনক্স, স্টার, প্রাচী সিনেমা, মিনার, বিজলী, মেনকা, অশোকা, অজন্তা, মানি স্কোয়ার, মেট্রো, কোয়েস্ট মল, নিউ এম্পায়ারে। এই সব সিনেমা হলে নিখরচাতেই দেখতে পাওয়া যাবে ছবি। সময় অনুযায়ী পৌঁছে যেতে হবে হলে। টিকিট কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে ফ্রি পাস। সেই পাস দেখিয়েই সিনেমা দেখতে পারবেন সাধারণ দর্শক।

এবারে চলচ্চিত্র উৎসবে থাকছে প্রচুর চমক। ৫ ডিসেম্বর, বিকেল ৪টেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসবে চাঁদের হাট। অন্যান্য বছরের মতোই মঞ্চে হাজির থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবছর উপস্থিত থাকতে পারছেন না অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। এদিন চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন সলমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, মহেশ ভাট, শত্রঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টলিউডের তারকারা। আবার অপর দিকে ক্লোজিং সেরেমনিতে থাকবেন অদিতি রায় হেদরি।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments