• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

ভোট পূর্ববর্তী হিংসায় অগ্নিগর্ভ দিনহাটা! ডিজির কাছে রিপোর্ট তলব করল রাজ্যপাল!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: গতকাল রাতে দিনহাটায় চরম উত্তেজনা ছড়ায় নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর হাতাহাতিকে ঘিরে। একদিকে বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা করে মন্ত্রী উদয়ন গুহের অনুগামীরা। অপরদিকে তৃণমূলের অভিযোগ, উদয়ন গুহ এক তৃণমূল নেতার বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই সময় নিশীথ প্রামাণিক এবং তাঁর দলবল এলাকা উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের মধ্যে প্রায় হাতাহাতি হয়ে যায়। সেই সময় দুই নেতাকে ঘিরে ধরে পুলিশবাহিনী। পরে দুই দলের সমর্থকরা একে অপরের বিরুদ্ধে লাঠি নিয়ে রাস্তায় নামে। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মাথায় আঘাত পান এসডিপিও। আর এই গোটা ঘটনায় রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জানা গিয়েছে, গতকাল নিগমনগর থেকে প্রচার সেরে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। এদিকে দিনহাটা শহরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের জন্মদিন পালন করা হচ্ছিল। বিজেপির অভিযোগ, সেই সময় আচমকাই সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিশীথ প্রামাণিকের কনভয়ে তৃণমূল হামলা চালায়। এরপরই গাড়ি থেকে নেমে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। আর সামনেই ছিলেন উদয়ন গুহ। দুপক্ষের মধ্য়ে একেবারে মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়ে যায়। তর্কাতর্কি বেঁধে যায়। পুলিশ দ্রুত সরানোর চেষ্টা করে। সব মিলিয়ে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

দুই মন্ত্রীর সংঘাতের পর বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূলের হাতাহাতি শুরু হয়ে যায়। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। এই ঘটনায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটেছে বলে অভিযোগ। অন্য়দিকে এক পুলিশ আধিকারিকের মাথায় আঘাত লেগেছে বলে খবর। দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিনহাটা শহরে। এই নিয়ে বিজেপির অভিযোগ, লোকসভা  ভোটের আগে পরিকল্পিতভাবে তৃণমূল এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করছে। ওরাই এলাকায় হিংসা ছড়াচ্ছে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments