• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

'বহিরাগত' তকমা মুছতে, বহরমপুর সফরে আসছেন ইউসুফ!

ad

শীর্ষ টাইমস ডেস্ক: কলকাতায় এলেন ইউসুফ পাঠান। বুধবার রাতে শহরে পা রাখেন আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে তৃণমূলের এই তারকা প্রার্থী। বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের এই সদস্য এদিন বলেন, ‘‘আবার কলকাতায় এসে খুব ভাল লাগছে। আগামিদিনে পরিকল্পনা করে এগোবো।’’ হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অধীর চৌধুরী আমার বিরুদ্ধে প্রার্থী সেটা আমি ভাল করেই জানি। আমি বহিরাগত কিনা সেটা আপনারাই দেখুন।’’

বৃহস্পতিবার বহরমপুরে ইউসুফ পাঠান নির্বাচনী প্রচার করবেন বলে জানা গিয়েছে। জেলা কার্যালয়েও যাবেন তিনি। তাঁকে স্বাগত জানানোর জন্য বড় জমায়েত করা হবে বলেও জানা গিয়েছে। গত ১০ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘জনগর্জন সভা’-র মঞ্চ থেকে বহরমপুরের তৃণমূল প্রার্থী হিসেবে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয়। তাঁর সমর্থনে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও একসময়ের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

বহরমপুর কেন্দ্রে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। অন্যদিকে আনুষ্ঠানিক ভাবে শিলমোহর না পড়লেও এই কেন্দ্রে এ বারও অধীররঞ্জন চৌধুরীই যে কংগ্রেস প্রার্থী, সে বিষয়টি কার্যত নিশ্চিত। নির্বাচনী আবহে ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। দলীয় নেতাকর্মীদের আশা, বৃহস্পতিবার ইউসুফ পাঠানকে ঘিরে বড় জনসমাগম হবে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments