• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Daily News

একই সঙ্গে দুই রাজ্যে ভূমিকম্প! কতটা ক্ষয়ক্ষতি হল? প্রশাসন কি ভূমিকা নেবে এই পরপর ভূমিকম্পে?

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বৃহস্পতিবার ভোররাতে উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশে দু’দুবার ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয়েছে মহারাষ্ট্রেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে বৃহস্পতিবার অরুণাচল প্রদেশে বিভিন্ন সময়ে কম্পন অনুভূত হয়েছে, যার কারণে স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যদিও এখনও পর্যন্ত এই দুই রাজ্যে ভূমিকম্পের কারণে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার গভীর রাতে ১:৪৯ মিনিটে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৭। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। একই সময়ে, মাত্র দু’ ঘণ্টা পর দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। অরুণাচল প্রদেশের পর সকাল সকাল মহারাষ্ট্রেও কেঁপে ওঠে মাটি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আখড়া বালাপুর এলাকা। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, ওইদিন সকালে মহারাষ্ট্রের নান্দেদ এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ১০ সেকেন্ড ধরে কাঁপতে থাকে মাটি। শক্তিশালী ভূমিকম্পের জেরে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। নান্দেদ ছাড়াও পারভানি ও হিঙ্গোলিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

 

ছবি: সংগৃহীত

You can share this post!

Leave Comments