• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

পাকিস্তানের বিরুদ্ধে রাজকীয় কামব্যাক রাহুলের‚ চিরপ্রতিদ্বন্দ্বীদের কচুকাটা করে রাজ্য জয় "বিরাট" রাজার

ad

পুলমা দত্ত: ভারত - পাকিস্তান মহারণের থেকে বেশি উত্তেজনা বোধহয় আর কিছু নেই এই দুই দেশের কাছে সে বিশ্ব কাপই হোক আর এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর যেই খেলা শুরু হয় তা বৃষ্টির জন্যে পিছিয়ে যায় এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় গত ১০ সেপ্টেম্বর সেটাও বৃষ্টির জন্য পিছিয়ে যায় শেষমেশ খেলাটি সম্পন্ন হয় গতকাল ১১ সেপ্টেম্বর।

 

প্রসঙ্গত উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের কিছু তাবড় তাবড় খেলোয়াড় যেমন বিরাট কোহলি, কে. এল. রাহুল প্রমুখকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়। এই যুগে ফর্মে না থাকা খেলোয়াড়দের এই সমালোচনার মুখে হামেশাই ফেলে থাকে নেটিজেনরা। ব্যাটে রান না উঠলেই খেলোয়াড়দের তাদের পরিবার সহ হতে হয় ট্রোলিংয়ের স্বীকার। এই সব কিছুকে পিছনে ফেলে আরো একবার ভারতীয় ক্রিকেটাররা প্রমাণ করে দিলো তারা অনন্য। 

 

টসের ৫ মিনিট আগে জানতে পারেন যে তিনি খেলছেন, পাকিস্তানের বিরুদ্ধে ১১১ রানের অপরাজিত ইনিংস খেললেন কে. এল রাহুল। এছাড়াও তাঁর মাঠে দীর্ঘকালের শত্রুপক্ষের প্রতি সহিষ্ণুতা । ঘটনাটি ঘটে রবীন্দ্র জাদেজার বোলিংয়ের সময়। বলে সুইপ মেরে রান করতে যান পাক ব্যাটার আগা সলমন। বল ব্যাটের কাণায় লেগে সোজা এসে লাগে সলমনের ডান চোখের তলার। হেলমেট না পরেই ব্যাট করছিলেন তিনি। দ্রুত গতিতে ধেয়ে আসা বল লেগে সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে থাকে সালমানের চোখের তলা থেকে। সেই দেখে সঙ্গে সঙ্গে পিছনে উইকেট কিপিং করতে থাকা কে. এল. রাহুল এগিয় এসে রক্ত ঝরতে থাকা সলমনের সঙ্গে কথা বলেন। চোট কতখানি গুরুতর, সেই নিয়েও কথা বলেন। এই ছবি ভাইরাল হতেই সমালোচকরাও প্রশংসা করেন তাঁর "স্পোর্টসম্যান শিপ" - এর।

 

এবার আসি "কিং কোহলি" - র কোথায় । বিরাট কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থেকে হয়ে পেলেন ‘ম্যাচের সেরা’ পুরষ্কার। উত্তেজিত এই ইনিংসে মারলেন ৯টি চার ও ৩টি ছক্কা। আবার ১২ সেপ্টেম্বর রাতেই ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে তাঁকে নামতে হবে। সেই প্রসঙ্গে ধারাভাষ্যকারকে জানিয়েছেন "“আমার ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম বার এমনটা হতে চলেছে। সৌভাগ্যবশত আমরা টেস্ট প্লেয়ার। সুতরাং, পরপর খেলতে হলেও সমস্যা নেই। বিশ্রাম জরুরি।" 

 

পরপর তিনদিন টানা খেলার পর স্বাভাবিক ভাবেই খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন হয়। ফাইনালে যেতে হলে এবার শ্রীলঙ্কাকে হারাতে হবে। আজকের খেলাটাই ভারতের ভাগ্য নির্ধারণ করবে। এবার দেখার বিষয় গত ম্যাচের এই দুই তারকা আজকের ম্যাচে কি চমক দেখাবে ।

শীর্ষ টাইমস ডেস্ক : ভারত - পাকিস্তান মহারণের থেকে বেশি উত্তেজনা বোধহয় আর কিছু নেই ‚ সে বিশ্বকাপই হোক আর এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর যেই খেলা শুরু হয় তা বৃষ্টির জন্যে পিছিয়ে যায় এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় গত ১০ সেপ্টেম্বর সেটাও বৃষ্টির জন্য পিছিয়ে যায় শেষমেশ খেলাটি সম্পন্ন হল গতকাল অর্থাৎ ১১ সেপ্টেম্বর।

 

প্রসঙ্গত উল্লেখ্য‚ বেশ কিছুদিন ধরেই ভারতীয় দলের কিছু তাবড় তাবড় খেলোয়াড় যেমন বিরাট কোহলি, কে. এল. রাহুল প্রমুখকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়। বর্তমানে ফর্মে না থাকা খেলোয়াড়দের এই সমালোচনার মুখে হামেশাই ফেলে থাকেন নেটিজেনরা। ব্যাটে রান না উঠলেই খেলোয়াড়দের তাদের পরিবার সহ হতে হয় ট্রোলিংয়ের শিকার। এই সব কিছুকে পিছনে ফেলে আরও একবার ভারতীয় ক্রিকেটাররা প্রমাণ করে দিলো তারা অনন্য। 

 

টসের মাত্র মিনিট পাঁচেক আগে রাহুল জানতে পারেন খেলছেন তিনি, পাকিস্তানের বিরুদ্ধে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলে কে. এল যে রাজকীয় কামব্যাক করলেন তা নি: সন্দেহে নথিবদ্ধ থাকবে ক্রিকেটের ইতিহাসে। এছাড়াও মাঠে বিপক্ষ দলের প্রতি দেখালেন সহিষ্ণুতা । ঘটনাটি ঘটে রবীন্দ্র জাদেজার বোলিংয়ের সময়। বলে সুইপ মেরে রান করতে যান পাক ব্যাটার আগা সলমন। বল ব্যাটের কাণায় লেগে সোজা এসে লাগে সলমনের ডান চোখের তলার। হেলমেট না পরেই ব্যাট করছিলেন তিনি। দ্রুত গতিতে ধেয়ে আসা বল লেগে সঙ্গে সঙ্গে রক্ত ঝরতে থাকে সালমানের চোখের তলা থেকে। সেই দেখে সঙ্গে সঙ্গে পিছনে উইকেট কিপিং করতে থাকা কে. এল. রাহুল এগিয় এসে রক্ত ঝরতে থাকা সলমনের সঙ্গে কথা বলেন। চোট কতখানি গুরুতর, সেই নিয়েও কথা বলেন। এই ছবি ভাইরাল হতেই প্রশংসা পায় তাঁর "স্পোর্টসম্যান স্পিরিট।

 

এবার আসি "কিং কোহলি" - এর কথায় । বিরাট কোহলি ৯৪ বলে ১২২ রানে অপরাজিত থেকে তুলে নিলেন ‘ম্যাচের সেরা’ পুরষ্কার। তাঁর এই ইনিংস সাজানো ছিল ৯ চার ও ৩ ছক্কার মালায়। আবার ১২ সেপ্টেম্বর রাতেই ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে বাইশ গজের যুদ্ধে তাঁকে নামতে হবে। সেই প্রসঙ্গে ধারাভাষ্যকারকে জানিয়েছেন "আমার ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম বার এমনটা হতে চলেছে। সৌভাগ্যবশত আমরা টেস্ট প্লেয়ার। সুতরাং, পরপর খেলতে হলেও সমস্যা নেই। বিশ্রাম জরুরি।" 

 

পরপর তিনদিন টানা খেলার পর স্বাভাবিক ভাবেই খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন হয়। ফাইনালে যেতে হলে আজ শ্রীলঙ্কাকে হারাতে হবে। আজকের খেলাটাই ভারতের ভাগ্য নির্ধারণ করবে। এবার দেখার বিষয় গত ম্যাচের এই দুই তারকা আজকের ম্যাচে কী চমক দেখাবে নাকি হিরো হবেন অন্য কেউ সেটাই এখন দেখার বিষয়।

ছবি সংগৃহীত

You can share this post!

Leave Comments