• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

অষ্টম ব্যালন-ডি-অর জিতে মেসি নিজেকে করে নিলেন ধরাছোঁয়ার বাইরে

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বিশ্বকাপে জেতার পরই মোটামুটিভাবে নিশ্চিত হয়েই গিয়েছিল যে‚ অষ্টমবারের মতো ব্যালন দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেট সুসজ্জিত করতে চলেছেন লিওনেল মেসি। শুধুমাত্র দরকার ছিল আনুষ্ঠানিক ঘোষণার। ৩০ অক্টোবর প্যারিসে তাও হয়ে গেল। এই মুকুট জেতার দৌড়ে থাকা আর্লিং হালান্ড এবং কিলিয়ান এমবাপেকে পিছনে ফেলে জিতেলেন ৩৬ বছরের তরুণ লিও মেসি।

 

 

লিও মেসি এমন একজন খেলোয়াড় যার পিছনে ছোটে রেকর্ড। দুবছর আগেই একমাত্র খেলোয়াড় হিসেবে সাতবার ব্যালন-ডি-অর জিতে নিয়েছিলেন। কিন্তু এইবার এই ট্রফিতে চুম্বন করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন লিও। ২০২১ থেকেই সময়টা খুবই ভালো যাচ্ছে এলএম টেন-এর। ব্যালন ডি অর জিতে তিনি জানান‚ এইবছর তাঁর কাছে অত্যন্ত বিশেষ। ৩৬ বছর পর খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা‚ নেশনস কাপ-এর মতো বিশ্বকাপ জেতানোর জন্য মেসির অবদান ছিল গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ৭টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেন‚ যার মধ্যে জোড়া গোল ছিল ফাইনালে। শুধুমাত্র তাই নয় বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্ব‚ রাউন্ড অফ ১৬‚ কোয়ার্টার ফাইনাল‚ সেমিফাইনাল‚ ফাইনালেও গোল করেন এবং‌ বিশ্বকাপের মঞ্চ থেকে ছিনিয়ে নেন গোল্ডেন বল। দেশেরই হয়েই নয় ক্লাব ফুটবলেও তাঁর অর্জন অত্যন্ত ঈর্ষণীয়। পিএসজিকে ঘরোয়া লিগের শিরোপা তুলে দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর যোগদানের পরেই ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামি লিগ কাপ ঘরে তোলে। ট্রফি জিতে মেসি বলেন, 'মুহূর্তটা উপভোগের জন্য এখানে ফের উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। বিশ্বকাপ জেতাটা ছিল আমার কাছে স্বপ্ন। এটা খুবই বিশেষ ব্যাপার, অন্য দেশের মানুষরাও চেয়েছিলেন আর্জেন্তিনা বিশ্বকাপ জিতুক।' মেসি তাঁর ব্যালন ডি'অর প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়েগো মারাদোনাকে উৎসর্গ করেন।

 ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments