• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ইডেনে টাইগারদের গর্জন বদলে হয়ে গেল মিউমিউ‚ সাকিবদের হারিয়ে সেমিফাইনালের আশা বেঁচে পাকিস্তানের

ad

শীর্ষ টাইমস ডেস্ক: আবারও ব্যাটিং ব্যর্থতাই ডোবাল বাংলাদেশকে। টানা ম্যাচ হেরে সেমিফাইনালের অঙ্ক থেকে অনেক দূরে চলে গেছে টাইগাররা। সমর্থকরা অন্তত আশা করেছিলেন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে সম্মানজনক লড়াই করবে তাদের খেলোয়াড়রা। কিন্তু সেগুড়ে বালি। লড়াই করা দূরঅস্ত‚ ব্যাটিং‚ বোলিং‚ ফিল্ডিং সব বিভাগেই জঘন্য ক্রিকেটের নজির তৈরি করল।

 

 

বাংলাদেশ ক্রিকেট ভক্তদের যদি জিজ্ঞেস করা হয়‚ বিশ্বকাপের কোন বছরটি তাদের কাছে সবচেয়ে বেশি হতাশাজনক। শতকরা ৯৫ জনই বলবেন ২৩-এর বিশ্বকাপ। এখনও আফগানিস্তান ছাড়া বাকি দলগুলোর কাছে হেরেছে লাল-সবুজ বাহিনী। শুধু হারই বললে হয়তো কম বলা হয়। নেদারল্যান্ড‚ নিউজিল্যান্ড‚ ইংল্যান্ড প্রতিটি দলের কাছেই অসহায় হয়ে আত্মসমর্পণ করেছে। এদিন পাকিস্তানের বিরুদ্ধেও অন্যথা হল না। টসে জিতে ব্যাটিং- এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব-আল-হাসান‚ যেটি ছিল ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। ম্যাচ রিডিং এর বিন্দুমাত্র ধারণা ছিল না টাইগারদের কাছে। প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২০৪ রান তোলে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৩০ রান ওঠার আগেই ৩ উইকেট হারাতে হয়। চূড়ান্ত ফ্লপ করেন তানজিল হাসান‚ নাজমুল হাসান শান্ত ‚ মুশফিকুর রহিমরা। লিটন দাস ও রিয়াদের পার্টনারশিপ ভরসা দিলেও ব্যক্তিগত ৪৫ রানের মাথায় ইফতিখার আহমেদের বলে ক্যাচ দেন সালমান আহমেদকে। ম্যাচের হাল ধরতে চোট সারিয়ে নামেন অধিনায়ক সাকিব। কিন্তু শুরুতে স্ট্রাগল করছিলেন‚ যার ফলে প্রেশার চলে যায় মাহমুদুল্লাহ রিয়াদের উপর। অর্ধশত রান করলেও শাহীন আফ্রিদির বলে রীতিমত বোকা বনে ক্লিন বোল্ড আউট হয়ে যান। অন্যদিকে সাকিব খেললেন ৪৩ রানের ইনিংস। হ্যারিস রাউফের বলে ভুল শট নির্বাচন করে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তিনটি করে উইকেট তুলে ম্যাচের ভিত গড়ে নেন শাহীন আফ্রিদি ও ওয়াসিম।

 

ব্যাটিংয়ের মতো বোলিং বিভাগেও নজির রাখতে পারল না বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম উইকেট ফেলতে অপেক্ষা করতে হল ১২৮ রান পর্যন্ত। শতরান থেকে মাত্র ১৯ রান দূরে ফিরে গেলেন ফকহার জামান। ৬৮ রান করে তাঁকে যোগ্য সঙ্গত দেন শফিক। এই দুই ব্যাটার আউট হলেও ততক্ষণে ভিত তৈরি হয়ে গেছে ম্যাচের‌। তবে ইডেনে যারা বিশ্বের এক নম্বর ব্যাটারের ব্যাটিং উপভোগ করতে এসেছিলেন তারা একটু হতাশই হলেন। মাত্র ৯ রানে আউট হয়ে যান বাবর আজম। বাংলাদেশের হয়ে তিনটি উইকেটই নেন মেহেদী হাসান মিরাজ। সাকিবদের বিরুদ্ধে এই জয়ের ফলে রানরেট সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান।

ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments