• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে টিকিটের কালোবাজারি ‚ বিসিসিআইয়ের দিকে আঙ্গুল সৌরভের

ad

শীর্ষ টাইমস ডেস্ক: এবারের বিশ্বকাপে বেশ ভালো ফর্মেই আছে 'মেন-ইন-ব্ল্যু'। টানা ৭ ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন রোহিত শর্মারা। আগামী ৫ তারিখ ক্রিকেটের নন্দনকাননে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এই ম্যাচকে ঘিরে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ টিকিটের কালোবাজারি‚ যা সামাল দিতে নাভি:শ্বাস ওঠার জোগাড় পুলিশের। সিএবি-এর আজীবন সদস্যরা বিক্ষোভ দেখিয়েছেন টিকিট না পেয়ে। টিকিট বিক্রি করার দায়িত্ব রয়েছে অনলাইন সংস্থা 'বুকমাই শো'-এর অধীনে। টিকিটের এরকম কালোবাজারি কেন তার জানতে সিএবি এবং ওই অনলাইন সংস্থাকে চিঠি দেয় ময়দান থানা।

 

টিকিটের কালোবাজারির মধ্যেই সিএবিতে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন বিসিসিআই সভাপতি জানান‚ ' সবাই কী করে টিকিট পাবে? আসন তো ৬৭ হাজার। মাঠ তো খেলার দিন ভর্তি থাকবে। তার বেশি টিকিট কীভাবে দেবে!” টিকিটের জন্য এমন চাহিদা এর আগেও হয়েছিল। এছাড়াও তিনি আরও বলেন‚'টিকিট একবার বিসিসিআই অফিস থেকে কিংবা ইডেন গার্ডেন্স থেকে বেরিয়ে গেলে, তাতে কারও কন্ট্রোলে থাকে না। প্রাক্তন ভারত অধিনায়ক প্রশ্ন তুললেন, “বাইরে মানুষ টিকিট কিনে কী করছে, কে ধরবে?” টিকিটের কালোবাজারি হলে, সেটা একমাত্র পুলিশই যে বন্ধ করতে পারে, সেটাও এদিন বুঝিয়ে দেন সৌরভ।

ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments