• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

বিশ্বকাপে ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে আইসিসি‚ মন্তব্য পাকিস্তানি ক্রিকেটার রাজার

ad

শীর্ষ টাইমস ডেস্ক: চলতি বিশ্বকাপে সাত ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। ব্যাটিং বোলিং দুই বিভাগেই নির্ভরতা দিচ্ছেন খেলোয়াড়রা। যে বিশ্বকাপ হওয়ার কথা ছিল ব্যাটারদের সেখানেও দুরন্ত পারফরম্যান্স ভারতীয় পেস বোলিং বিভাগের। মাত্র তিন ম্যাচ খেলেই ১৪ টি উইকেট তুলেছেন নয় সামি। বিশ্বকাপে ভারতের সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন তিনি। ভারতের এই সাফল্যের রহস্যের গন্ধ দেখছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার হাসান রাজা।

 

 

 পাকিস্তানের এক টিভি চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত শোয়ে তিনি বলেন‚ "এবারের বিশ্বকাপে অদ্ভুত একটা ব্যাপার দেখতে পাচ্ছি। ভারতীয় বোলাররা নামলেই পিচ অন্য রকম আচরণ করছে! এমনটা কিন্তু আগে দেখা যেত না। মনে হচ্ছে ওরা কিছু একটা চিটিং করছে।” এখানেই না থেমে হাসান ফের যোগ করেছেন, “গত সাত ম্যাচে ভারতীয় দল কমপক্ষে সাত-আটটি ডিআরএস-এর সিদ্ধান্ত তাদের পক্ষে গিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে খেলার জন্য মাঠে থাকা আম্পায়ার ও তৃতীয় আম্পায়ারকেও হাত করে নিয়েছে।" রাজার এরকম মন্তব্যের পর আকাশ চোপড়া তাঁকে রীতিমতো ধুয়ে দিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে আকাশ লেখেন‚ "এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।"

ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments