• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে‚ চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হার্দিক

ad

শীর্ষ টাইমস ডেস্ক: চলতি বিশ্বকাপে আর একটিও ম্যাচ খেলা হবে না অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। গত মাসের ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে নিজের প্রথম ওভারে বল করতে এসেই চোট পেয়েছিলেন। মাঠে প্রাথমিক চিকিৎসার পরও বল কিংবা ব্যাট করতে নামতে পারেন নি। চিকিৎসার জন্য তড়িঘড়ি করে তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর জাতীয় একাডেমীতে। সেখান থেকে জানা যায় যে‚ গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। যা কয়েক দিনের মধ্যে সারার একেবারেই সম্ভাবনা নেই। চিকিৎসকদের মতে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়লে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগে চোট সারাতে। ফলে বিশ্বকাপে তাকে শেষের দিকে পাওয় যাবে বলে আশা ছিল।

 

আশা করা যাচ্ছিল টুর্নামেন্টর একদম শেষের দিকে তাঁকে পাওয়া যেতে পারে। বর্তমানে যা আপডেট পাওয়া গেছে বাকি দুই ম্যাচ এবং সেমিফাইনাল‚ ফাইনালে পাওয়া যাচ্ছে না। পরিবর্ত খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হচ্ছেন প্রসিধ কৃষ্ণা। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার‚ অন্যদিকে প্রসিধ পুরো মাত্রায় পেসার। আপাতত তিন পেসার‚ এক স্পিনার এক স্পিন অলরাউন্ডার ও ছয় ব্যাটারকে নিয়ে নামছে ভারত। এখন এই কম্বিনেশন রোহিত এবং দ্রাবিড় ভাঙেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

ছবি সংগৃহীত 

You can share this post!

Leave Comments