• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Sports

খারাপ পারফরম্যান্সের জন্য ছাঁটাই করা হল শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে

ad

শীর্ষ টাইমস ডেস্ক: বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের হতাশাজনক পারফরম্যান্স, যার জেরে চাকরি গেল বোর্ড কর্তাদেরই। সোমবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করল সেই দেশের সরকার। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে সোমবার এই সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেট প্রশাসনের কাজ পরিচালনা করার জন্য নতুন কমিটিও গঠন করে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান সরকারের পক্ষ থেকে। ভারতের কাছে ৩০২ রানে হারার পরেই পুরো বোর্ডকে পদত্যাগ করতে বলেছিলেন রনসিংহে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছিলেন তিনি।

রনসিংহে বলেন, ‘‘ওরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওদের উচিত পদত্যাগ করা। শ্রীলঙ্কাবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ওদের।’’ গত শনিবার থেকে শ্রীলঙ্কার কলম্বোতে রাস্তায় বিক্ষোভ মিছিল বার করেছে ক্ষুব্ধ জনতা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দফতরের বাইরেও বিক্ষোভ দেখিয়েছে তারা।

You can share this post!

Leave Comments