• India
  • Last Update 11.30 am
  • 29℃ Kolkata, India
news-details
Food

কফি হাউজের ছাদে কি রয়েছে জানেন? সবুজে মোড়া মাঠ,ভাবা যায়!

ad

দেবযানী দত্ত : কলেজ স্ট্রিটে বই কিনে কফি হাউসে আড্ডা মারতে ঢোকেন নি এমন কলকাতার বাঙালি খুব কমই পাওয়া যাবে। কিন্ত সেই কফি হাউসের মাথায় যে একটা আস্ত ফুটবল ক্রিকেট খেলার জায়গা রয়েছে সেটা ক'জন জানেন বেশ সন্দেহ! কফি হাউসের দরজাকে পাশ কাটালে বাঁ'দিকেই চোখে পড়ে 'রেনেসাঁ'- র বুক শপ। ওই দোকান ছাপিয়ে আর একটু যেতেই ছাদে ওঠার রাস্তা। ছোট্ট করে একটা পোস্টার সাঁটানো 'Astroturf'।


আগে থেকে না জানলে বোঝা মুশকিল হতে পারে। কিন্ত চোখ বন্ধ করে ছাদের সরু, অন্ধকার সিঁড়ি বেয়ে উপরে উঠে বাঁ'দিকে চোখ ঘোরাতেই চোখে পড়ল সেই নকল ঘাসের ময়দান। জালে মোড়া আয়তকার ফুটবল, ক্রিকেট খেলার গ্রাউন্ড।


গেট দিয়ে ঢুকে মাঠ পেরিয়ে অন্য প্রান্তে গেলেই এনাদের অফিস। অভিনাশ বলে একটি ছেলে এখানে থাকে। সে বললো অফিসের নাম্বারে ফোন করে বুকিং-এর খবরাখবর নেওয়া যায়। ভাড়া স্লট অনুযায়ী ও ঘন্টা প্রতি। ভোর ৫টা থেকে সকাল ১১ টা, দুপুর ১২ টা থেকে বিকেল ৪টে, এবং বিকেল ৫টা থেকে রাত ১০ টা। সবথেকে কম ভাড়া দুপুরের স্লটে, ঘন্টা প্রতি ৯০০ টাকা। বাকিগুলোতে ঘন্টাপ্রতি ১১০০ টাকা। তবে উইকএন্ড বা ছুটির দিনে এটা পৌঁছায় ১৫০০ টাকা প্রতি ঘন্টা। ফুটবল ও ক্রিকেটের প্রয়োজনীয় সামগ্রী সবই এখানে এই টাকার মধ্যেই এঁরা দেন। শুধু ক্রিকেটের ক্ষেত্রে বলটা দেন, না কারণ সেটা নষ্ট হয়ে যায় খুব দ্রুত। অভিনাশের দাবী আশেপাশের টার্ফ গুলোর থেকে তাঁদের ভাড়া অনেকটাই কম।

কি ভাবছেন? কলকাতার মনকাড়া এই শীতের মরসুমে বন্ধু-বান্ধব দের নিয়ে খেলার আনন্দ নিতে আসবেন না কি একবার এই 'অ্যাস্ট্রোটার্ফ'-এ?

You can share this post!

Leave Comments